সবুজবাগ থানাধীন মাদারটেক বাগানবাড়ি এলাকায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এ সময় হানিফ আহমেদ জনি (২৫) নামের এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগানবাড়ি এলাকায় হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল বের হয়। মিছিলটি মেইন রোডের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। জবাবে পুলিশ কয়েক রাউন্ড গুলি করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এতে জনি নামে ওই যুবকের ঊরুতে গুলি লাগে। পরে পুলিশের এসআই জিয়াউর রহমান তাকে আটক করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ বিষয়ে সবুজবাগ থানার এসআই জিয়াউর রহমান জানান, বিএনপির মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপি কর্মী জনি আহত হন। তাকে চিকিৎসা শেষে আটক করে থানায় নিয়ে যাওয়া হবে। তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান এসআই।