বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

সিপিবির নেতৃত্বে সাজ্জাদ জহির ও ক্বাফী রতন


CPB

সাজ্জাদ জহির ও ক্বাফী রতন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তাদের ত্রয়োদশ কংগ্রেসে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ ক্বাফী রতন।

বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত সদ্য নির্বাচিত ৪৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠকে এ নেতৃত্ব ঘোষণা করা হয়।

সভায় নতুন সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ।

গত ২২ সেপ্টেম্বর শুরু হওয়া সিপিবির ত্রয়োদশ কংগ্রেসে প্রতিনিধিদের ভোটে কেন্দ্রীয় কমিটির মোট ৪৩ জন সদস্য নির্বাচিত হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, শাহীন রহমান, লক্ষ্মী চক্রবর্তী, পরেশ কর, অনিরুদ্ধ দাশ, আনোয়ার হোসেন, কাজী রুহুল আমীন, সাজেদুল হক, লুনা নূর, আবিদ হোসেন, ফজলুর রহমান, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, মন্টু ঘোষ, দিবালোক সিংহ ও এমদাদুল হক মিল্লাতসহ অন্যরা।

নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সিপিবি তাদের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করেছে দলের নেতারা।