
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাত্র ১৬৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে জাকের আলীর নেতৃত্বাধীন দল ৩ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ১২৭ রানে। ফলে ৪১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। এখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ অঘোষিত সেমিফাইনাল—যে জিতবে, তারাই ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।
ম্যাচের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। দ্বিতীয় ওভারে তানজিদ তামিম আউট হলেও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের জুটিতে পাওয়ার প্লেতে আসে ৪৪ রান। কিন্তু এরপরই ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। ইমন ১৯ বলে ২১ রান করে কুলদীপ যাদবের বলে সীমানায় ক্যাচ দেন। তাওহীদ হৃদয় ৭ রান, শামিম হোসেন শূন্য আর অধিনায়ক জাকের আলী রান আউট হয়ে ফেরেন। এক পর্যায়ে ৪১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল।
এই অবস্থায় একাই লড়াই চালান ওপেনার সাইফ হাসান। ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর তিনি আশা জাগালেও শেষ পর্যন্ত ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬৯ রান করে আউট হন। এর আগে তিনবার জীবন পেয়েও তিনি ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে প্রয়োজন ছিল ১৬ বলে ৫৩ রান, যা বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়নি।
অলরাউন্ডার সাইফউদ্দিন বল হাতে ৩ ওভারে ৩৭ রান খরচ করায় সবচেয়ে ব্যয়বহুল বোলার ছিলেন। ব্যাট হাতেও হতাশ করেন তিনি—৭ বলে মাত্র ৪ রান করে ফিরেছেন। ১৭তম ওভারে কুলদীপ যাদব টানা দুই বলে রিশাদ ও তানজিম সাকিবকে ফিরিয়ে বাংলাদেশের বিপর্যয় বাড়ান। শেষ পর্যন্ত দলের ইনিংস গুটিয়ে যায় ১৯.৩ ওভারে।
সুপার ফোরে ভারতের এই জয়ে তাদের ফাইনাল নিশ্চিত হলেও বাংলাদেশ এখন সব আশা টিকিয়ে রেখেছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ওপর। সেটিই কার্যত নির্ধারণ করবে কারা খেলবে এশিয়া কাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে।





































