sentbe-top

চবির ২২ শিক্ষার্থীকে বহিষ্কার

cu

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্ট হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ জানান, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দ্দৌল্লাহ  বলেন, “বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ১১টি ঘটনায় ২২ ছাত্রকে এক বছর, দুই মাস, তিনমাস ও ছয়মাস মেয়াদে সাময়িক বহিষ্কার করা হয়েছে।”

 

sentbe-top