Search
Close this search box.
Search
Close this search box.

বর্গাকার পর্দার স্মার্টফোন আনল ব্ল্যাকবেরি

blackberryদীর্ঘ সময় পর আবার মোবাইলের বাজারে সাড়া ফেলল বিস্মৃত ব্র্যান্ড ব্ল্যাকবেরি।

এক খবরে রয়টার্স জানিয়েছে, এবার পাসপোর্ট নামের বর্গাকার পর্দার স্মার্টফোন এনেছে কানাডা ভিত্তিক এই কোম্পানি।

chardike-ad

সম্প্রতি টরেন্টোতে ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন এ ফোন বাজারে ছাড়ার ঘোষণা দেন।

এ ফোনটি আকারে পাসপোর্টের মতো। তবে এতে আয়তাকারের বদলে বর্গাকার সংবেদনশীল পর্দা রয়েছে। এই ফোনে আলাদা কি বোর্ডও সংযুক্ত আছে।

এতে রয়েছে ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস ১২ প্লাটফর্ম। এ ফোন ব্যবহারকারীরা অ্যামাজন স্টোর থেকে অ্যাপস ডাউনলোডের সুবিধা পাবেন, যা আগে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পেতেন।

যুক্তরাষ্ট্রের বাজারে এই ফোনটির দাম পড়ছে ৫৯৯ মার্কিন ডলার।