মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২ অক্টোবর ২০২৫, ৯:২৮ অপরাহ্ন
শেয়ার

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের


rubya-haider

রুবাইয়া হায়দার

নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করলো বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

মূলত বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। স্বর্ণা আক্তার, মারুফা আক্তার ও নাহিদা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানের।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দলীয় ৭ রানের মাথায় ফারজানা হক ফেরেন ২ রান করে। এরপর শারমিন আক্তারও ৩০ বলে ধীরগতির ১০ রান করে আউট হন। তবে এরপরই দায়িত্ব কাঁধে তুলে নেন রুবাইয়া হায়দার।

প্রথমে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে গড়েন ৬২ রানের জুটি, এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে করেন আরও ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন রুবাইয়া। তার ব্যাট থেকে আসে ৭৭ বলে ৫৪ রান, ৮টি চারের সাহায্যে। নিগার সুলতানা জ্যোতি যোগ করেন ২৩ রান, আর সোবহানা মোস্তারি ১৯ বলে অপরাজিত ২৪ রান করেন।

এর আগে টসে জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। কিন্তু প্রথম ওভারেই ভয়ংকর মারুফা আক্তারের আঘাত। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে উমাইমা সোহেল এবং সিদরা আমিনকে গোল্ডেন ডাক আউট করে সাজঘরে ফেরান তিনি। দুজনকেই বোল্ড করেন মারুফা। ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

পরে রামিনা শামিম ও মুনিবা আলি চেষ্টা করলেও সুবিধা করতে পারেননি। ১২তম ওভারে নাহিদা আক্তারের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন মুনিবা (৩৫ বলে ১৭)। এরপর রামিন শামিমকেও ফেরান নাহিদা, ৩৯ বলে ২৩ রান করেন তিনি।

পাকিস্তানের আরেক ব্যাটার সিদরা নওয়াজও (২০ বলে ১৫) বেশিদূর যেতে পারেননি। একবার ফাহিমার বলে রিভিউ নিয়ে বেঁচে গেলেও পরে রাবেয়া খানের লেগস্পিনে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

৬৭ রানে ৫ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা। কিন্তু তাদের ২৪ রানের জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি। আলিয়া ফেরেন ৪৩ বলে ১৩ রান করে। এরপর ফাহিমা খাতুন এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফাতিমাকে (৩৩ বলে ২২)।

পরে পাকিস্তানের আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। পুরো দল গুটিয়ে যায় ৩৮.৩ ওভারে ১২৯ রানে। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ৫ রানে নেন ৩ উইকেট, মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

প্রথম ম্যাচেই এমন জয়ে বিশ্বকাপের মঞ্চে আত্মবিশ্বাসী সূচনা করলো বাংলাদেশের মেয়েরা।