বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

বাস্তবায়ন রূপরেখা না দেখা পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি


NCP logo

জুলাই সনদে এখনই স্বাক্ষর করছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, সনদের বাস্তবায়ন আদেশ ও প্রক্রিয়ার পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ না হওয়া পর্যন্ত তারা এতে সই করবে না।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য নয়) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ অবস্থান জানান।

বিবৃতিতে তিনি বলেন, “জুলাই সনদ কেবল রাজনৈতিক সমঝোতার দলিল নয়, বরং এটি রাষ্ট্রের স্বৈরাচারী কাঠামো ভেঙে গণতান্ত্রিক পুনর্গঠনের পথে এগিয়ে যাওয়ার একটি উদ্যোগ। তাই এর সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকা জরুরি।”

এনসিপি অভিযোগ করেছে, রাজনৈতিক দলগুলো প্রায় এক বছর ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় যুক্ত থাকলেও সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। দলের মতে, “এটি জনগণের সঙ্গে আস্থার ঘাটতি সৃষ্টি করতে পারে।”

অতীতের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতার কারণেও এনসিপি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়।

দলটি সনদে স্বাক্ষরের আগে তিনটি শর্ত দিয়েছে—
১. জুলাই সনদের বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ খসড়া ও গণভোটের প্রশ্ন আগে প্রকাশ করতে হবে।
২. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন হিসেবে সেই আদেশ জারি করতে হবে।
৩. গণভোটে জনগণ সনদের পক্ষে রায় দিলে, পরবর্তী সংসদ ‘বাংলাদেশ সংবিধান ২০২৬’ প্রণয়নের দায়িত্ব নেবে—এবং তখন কোনো ‘ভিন্নমত’ বা ‘ডিসেন্ট নোট’ কার্যকর থাকবে না।

এনসিপির মতে, এসব নিশ্চয়তা ছাড়া জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দুর্বল থাকবে। বাস্তবায়ন আদেশে এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা হলে তবেই তারা স্বাক্ষর করবে।

দলটি আরও জানিয়েছে, অন্য যেসব রাজনৈতিক দল ১৯৭২ সালের সংবিধানের মৌলনীতি রক্ষার যুক্তিতে সনদে সই করেনি—তাদের সঙ্গে এনসিপির অবস্থান মৌলিকভাবে ভিন্ন। এনসিপি মূলত বাস্তবায়ন কাঠামোর স্বচ্ছতা ও সাংবিধানিক নিশ্চয়তাকে প্রাধান্য দিচ্ছে।