বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ অক্টোবর ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল


fakrul-salauddinঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তারা যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক অগ্নিকাণ্ড, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

যমুনায় প্রবেশের আগে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম। উনি আজ সন্ধ্যা ৬টায় সময় দিয়েছেন। আমরা দেশের সার্বিক পরিস্থিতি, নির্বাচন ও প্রশাসনিক কিছু বিষয়ে কথা বলব।”