বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২২ অক্টোবর ২০২৫, ৫:০০ অপরাহ্ন
শেয়ার

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির


Humayun Kabir

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দলটির নতুন যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।’

লন্ডনে স্থানীয় রাজনীতি থেকে উঠে আসা হুমায়ুন কবির বিএনপিতে যোগ দিয়ে দ্রুতই তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। তিনি দীর্ঘদিন ধরে দলের আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপির প্রতিনিধি হিসেবে তারেক রহমানের সফরসঙ্গী হয়ে অংশ নেওয়ার পর থেকেই তিনি আলোচনায় আসেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের একটি আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হুমায়ুন কবির। এ বিষয়ে ইতোমধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও অবহিত করেছেন তিনি।