Search
Close this search box.
Search
Close this search box.

আসছে উইন্ডোজ ১০

windows-10

জনপ্রিয় অপারেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজের নতুন সংস্করণ বাজার ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ৯ নয়, বরং এবার এই ওএস আসছে এক ধাপ এগিয়ে।

chardike-ad

এক খবরে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে উইন্ডোজ উইন্ডোজ ১০-এর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

এ সংস্করণটি মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ সব পণ্যেই চলবে। এছাড়া একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে।

অনুষ্ঠানে মাইক্রোসফটের নির্বাহী জো বেলফিউরি উইন্ডোজ ১০ প্রদর্শন করেন। তিনি ট্যাবলেটের জন্য টাচনিয়ন্ত্রিত একটি মোড এবং মাউস ও কীবোর্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এই দুটি মোড দেখান।

রয়টার্স জানায়, উইন্ডোজ ১০-এ ফিরে এসেছে স্টার্ট মেনু। এছাড়া মাল্টিপল ডেস্কটপ, টাস্ক ভিউয়ের মতো নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে।

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন মেয়ারসন জানান, উইন্ডোজ ১০ যেহেতু সব পণ্যেই ব্যবহার করা যাবে তাই তাঁরা এর নাম দিতে চেয়েছিলেন ‘উইন্ডোজ ওয়ান’। কিন্তু এ নামটি ইতিমধ্যে পুরোনো হয়ে গেছে।

তিনি আরও জানান, উইন্ডোজ এই সংস্করণ হবে মাইক্রোসফটের অন্যতম এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম।

অবশ্য কবে নাগাদ এই সফটওয়্যারটি বাজারে আসবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।