শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ অক্টোবর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার

ডেঙ্গুতে মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী


towki

হাফেজ সাইফুর রহমান ত্বকী।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাফেজ ত্বকীর শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।

হাফেজ ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন। এছাড়া তিনি এনটিভিতে প্রচারিত ‘কুরআনের আলো’ অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও বিজয়ী হন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে ২০০০ সালে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। তিনি মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং বর্তমানে নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় এবং একপর্যায়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।

হাফেজ ত্বকীর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।