শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ অক্টোবর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শেয়ার

একবিংশ শতাব্দীতে হাসিনার চেয়ে বড় খুনি কেউ নেই: প্রেস সচিব


Press-Secretary-shafiqul

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘনকারী আর কেউ নেই।’ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে তাঁর বিরুদ্ধে হত্যা নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার দ্য ইনডিপেনডেন্ট, রয়টার্স ও এএফপি–তে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়া নিয়ে সাংবাদিকরা সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব জানান, “এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মন্তব্য করতে পারে। সাক্ষাৎকারটি এখনো পড়া হয়নি- পড়ার পর প্রতিক্রিয়া জানানো হবে।”

তিনি আরও বলেন, ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অতীত কর্মকাণ্ড ভুলে না যেতে সাক্ষাৎকার গ্রহণকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভোট বর্জনের ইঙ্গিতের বিষয়ে প্রশ্ন করলে শফিকুল আলম বলেন, “আমরা কোনো সমস্যা দেখছি না। আওয়ামী লীগকে তো দৃশ্যমানভাবে কোথাও দেখা যায় না। দু-একটা ঝটিকা মিছিল- যে অনুযায়ী হয়তো কেউ ডলার পাচ্ছে- এই তো।”

প্রেস সচিব দাবি করেন, শেখ হাসিনাকে ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ গুরুতর হলেও তা কিছু মহলে উপেক্ষিত। আইসিসিতে দলের পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগে ৪০০ জন নিহতের মতো দাবি প্রশ্নবিদ্ধ। “দেশের টাকা চুরি করে বিদেশি ল ফার্ম নিয়োগের মাধ্যমে লবিয়িং করা হচ্ছে। এটাকে দেশে কেউ কেউ আবার প্রমোটও করছে- যা অত্যন্ত দুঃখজনক,” তিনি বলেন।