Search
Close this search box.
Search
Close this search box.

আইফোন নিয়ে স্যামসাংয়ের মস্করা

Samsung অ্যাপলের সর্বসাম্প্রতিক মোবাইল সংস্করণ আইফোন-৬ প্লাস বেঁকে যাওয়ার ঘটনা নিয়ে ব্যাঙ্গাত্মক বিজ্ঞাপন বানিয়েছে আরেক স্মার্টফোন জায়ান্ট স্যামসাং। সম্প্রতি বাজারে আসা গ্যালাক্সি নোট-৪ এর বিজ্ঞাপনে আইফোনের বেঁকে যাওয়া নিয়ে মস্করা করেছে স্যামসাং। অ্যাপল দাবি করেছে, ৫.৫ ইঞ্চির আইফোন-৬ প্লাসের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে তা একেবারেই বিরল। ফোনের দৃঢ়তা দেখতে তিন স্তরের পরীক্ষা করেছে তারা।

তবে ওই বিজ্ঞাপনে স্যামসাং দাবি করছে, আমাদের পশ্চাদ্দেশ ধারণার চেয়েও শক্ত। আর যখন প্যান্টের পকেটে ডিভাইসটি রাখা হয় তখন যে চাপ পড়ে তাতে তা ক্ষতিগ্রস্ত হতেই পারে। এ কারণেই তারা গ্যালাক্সি নোট-৪ এমনভাবে তৈরি করেছে যে, ৫.৭ ইঞ্চির ডিভাইসটি প্যান্টের পকেটে চাপ লেগে বেঁকে গেলেও চাপ প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ এটি সম্পূর্ণ স্থিতিস্থাপক। ফলে আইফোনের মতো বেঁকে যাওয়ার কোনো ভয় নেই।

chardike-ad