
ফাইল ছবি
দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
বিএনপি জানায়, দলের শৃঙ্খলা বজায় রাখা ও সংগঠনের ঐক্য অটুট রাখতে ভবিষ্যতেও এমন সিদ্ধান্ত অব্যাহত থাকবে।
সম্প্রতি সীতাকুণ্ডে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংসতার পর আসলাম চৌধুরীর ঘনিষ্ঠ চার নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি। এর তিন দিন পর নতুন বিজ্ঞপ্তিতে উপজেলা আহ্বায়কসহ আরও তিন নেতার সদস্যপদ স্থগিতের ঘোষণা দিল দল।
তবে বিজ্ঞপ্তিতে মনোনয়ন-সংক্রান্ত কোনো ইঙ্গিত না দিয়ে বলা হয়, ‘দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের’ অভিযোগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








































