Search
Close this search box.
Search
Close this search box.

বিনামূল্যে নয়া মেসেজিং সার্ভিস আনছে গুগল

googleমেসেজিং দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া হোয়্যাটস অ্যাপকে কড়া টক্কর দিতে তৈরি হচ্ছে গুগল। ২০১৫ সালের মধ্যে নিজেদের মেসেজিং অ্যাপস আনতে চলেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।

প্রাথমিক পরীক্ষা হতে পারে ভারতে। সূত্রের খবর, ইতিমধ্যেই নয়া মেসেজিং অ্যাপসের চাহিদা নিয়ে হাল হকিকৎ জানতে গুগলের তরফে টপ প্রোডাক্ট ম্যানেজারকে ভারতে পাঠানো হয়েছে। হোয়াটস অ্যাপের মতোই মোবাইল নম্বরের সাহায্যে অ্যাকাউন্ট খোলা যাবে এই অ্যাপসে।

chardike-ad

এর আগে চড়া দাম হাঁকা সত্ত্বেও হোয়াটস অ্যাপ কিনতে পারেনি গুগল। বাজি মেরে দেয় ফেসবুক। প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকায় মেসেজিং সার্ভিস হোয়াটস অ্যাপ কিনে নেয় ফেসবুক। সবচেয়ে বড় কথা, বিনামূল্যে ব্যবহার করা যাবে এর পরিষেবা।- ওয়েবসাইট।