সোমবার । জুন ২৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৮ অক্টোবর ২০১৪, ৫:৩৬ অপরাহ্ন
শেয়ার

অণুবীক্ষণে বিপ্লবঃ রসায়নে নোবেল দুই মার্কিন ও এক জার্মান বিজ্ঞানীর


chemistry_nobel_prize_winners_2014

বাঁ থেকে-এরিক বেটজিগ, স্টেফান হেল এবং উইলিয়াম মোয়েরনার।

২০১৪ সালে রসায়ন বিষয়ে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এরা হলেন মার্কিন গবেষক এরিক বেটজিগ ও উইলিয়াম ই ময়েরনার এবং জার্মান বিজ্ঞানী স্টেফান ডব্লিউ হেল। ক্ষুদ্র আলোক অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাদেরকে এ পুরস্কার দেয়া হল। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বুধবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দীর্ঘদিন যাবত আলোক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার একটি সীমাবদ্ধতায় আটকে ছিল; এটি হচ্ছে এ যন্ত্রের সাহায্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের চেয়ে বেশী বিশ্লেষণী ক্ষমতা (রেজ্যুলেশন) সৃষ্টি করা যেত না। ২০১৪ সালের রসায়নে নোবেল বিজয়ীরা সাফল্যের সাথে প্রতিপ্রভা (ফ্লুরোসেন্ট) অণুর ব্যবহারে এই সীমাবদ্ধতা অতিক্রম করতে সক্ষম হয়েছেন। তাঁদের এই যুগান্তকারী সাফল্য আলোক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার অতি ক্ষুদ্র (ন্যানো) পরিসরে সম্ভব করবে।”