
বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানান ডা. এ জেড এম জাহিদ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। কোনো ধরণের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানান তিনি।
ব্রিফিংয়ে ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা যুক্তরাজ্য থেকে আজ বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবেন। এসময় তিনি বলেন, মেডিক্যাল বোর্ডের মতামতের ভিত্তিতে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
ডা. জাহিদ জানান, দলের চেয়ারপার্সনের চিকিৎসা সার্বক্ষণিকভাবে তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি অন্তর্বর্তী সরকার, এভারকেয়ার হাসপাতাল, বন্ধুপ্রতীম নানা দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
ডা. এ জেড এম জাহিদ বলেন, দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। তিনি বলেন, সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।







































