
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তার এপিএস সাগর হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে তিনি লেখেন,‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।’
এর আগে রাষ্ট্রপতির আইডি থেকে ‘#Resignation’ লেখা একটি পোস্ট দেওয়া হয়। তবে ফেসবুক অ্যাকাউন্টটি ‘অনলি ফ্রেন্ড’ সেটিংস থাকা কারণে শুধুমাত্র বন্ধু তালিকাভুক্ত ব্যক্তিরাই পোস্টটি দেখতে পেয়েছেন।
এ ঘটনার পরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।




































