বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম এভারকেয়ারে


Khaleda Zia

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। তারা ইতিমধ্যে খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ শুরু করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালেই ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল টিমটি হাসপাতালের চতুর্থ তলার সিসিইউ ইউনিটে প্রবেশ করে। সেখানে তারা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

হাসপাতাল–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞরা খালেদা জিয়ার জন্য উন্নত চিকিৎসা কৌশল নির্ধারণ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ এবং স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে সমন্বিতভাবে সার্বিক ব্যবস্থাপনা তদারকির দায়িত্বে থাকবেন।

বিএনপি নেতাদের ভাষ্য, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসায় দ্রুত অগ্রগতি হবে বলে তারা আশা করছেন।

গত ২৩ নভেম্বর গুলশানের বাসভবন ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা এবং আরও নানা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন, যার কারণে সম্প্রতি তার শারীরিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ে।