বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শেয়ার

শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল এনসিপি


ncp

ইসি থেকে আজ নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নির্বাচন কমিশন (ইসি) থেকে আনুষ্ঠানিক নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে সনদ গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এবার নির্বাচনে এনসিপির প্রতীক হিসেবে বরাদ্দ হয়েছে ‘শাপলা কলি’। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।

আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীর প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, এই সংস্কার বাতিল করতে চাপ সৃষ্টি করা হচ্ছে, যা দুঃখজনক। রিট করে আদালতকে ব্যবহার করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আইনগতভাবে ইসিকে লড়াই করার আহ্বান জানান।

ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, নানা চ্যালেঞ্জ পার হয়ে অবশেষে তারা প্রতীক পেয়েছেন। তিনি বলেন, “শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।”

প্রশাসনে সাম্প্রতিক রদবদলে রাজনৈতিক প্রভাব রয়েছে দাবি করে তিনি বলেন, ডিসি ও এসপি বদলির মতো সিদ্ধান্ত নির্বাচনে প্রভাব ফেলতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানান নির্বাচন কমিশনকে।

গণভোটকে সামনে রেখে সঠিক প্রচারণার ওপর গুরুত্ব আরোপ করে নাহিদ ইসলাম বলেন, গণভোট সম্পর্কে সঠিক তথ্য প্রচার না হলে জনগণ বিভ্রান্ত হতে পারে। পাশাপাশি, নির্বাচনে অপতথ্য বা ভুল তথ্যের বিস্তার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।