Search
Close this search box.
Search
Close this search box.

ওয়াইফাই ইন্টারনেটে ৫ গুণ গতি আনছে স্যামসাং

samsung_wifiইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্স বলছে যে তাঁরা সম্পূর্ণ নতুন এক প্রযুক্তির ব্যবহারে তারবিহীন ইন্টারনেট (ওয়াইফাই) সেবায় পাঁচগুণ পর্যন্ত গতি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট কোম্পানিটি এ দাবীর কথা জানায়।

বিশ্বে সর্বাধিক স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটির দাবী, নতুন এ ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকরা প্রতি সেকেন্ডে ৫৭৫ মেগাবাইট হারে ডাটা আপলোড ও ডাউনলোড করতে পারবে। এর ফলে এক গিগাবাইট আকারের একটি ফাইল আদানপ্রদান করতে স্মার্টফোন ব্যবহারকারীদের সময় লাগবে মাত্র তিন সেকেন্ড!

chardike-ad

প্রসঙ্গত, বর্তমান ওয়াইফাই প্রযুক্তিতে সর্বোচ্চ ১০৮ মেগাবাইট/সেকেন্ড হারে ডাটা লোড করা যায়।

নতুন এই ওয়াইফাই প্রযুক্তি স্যামসাংয়ের স্মার্টফোন, চিকিৎসা সামগ্রী ও স্মার্ট হোম নেটওয়ার্ক সিস্টেমগুলোর পরবর্তী সংস্করণে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, গত বছর স্যামসাং বিশ্বে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভজির গোড়াপত্তন করে যা দিয়ে একটি চলচ্চিত্র এক সেকেন্ডেই ডাউনলোড/আপলোড করা যায়।