
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া/ফাইল ছবি
কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পিছিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি জানানো হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসছে না। সবকিছু ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) বিশেষ উড়োজাহাজটি পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডন নেওয়া হবে।”
এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তার ফ্লাইট ছেড়েছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের নানা জটিলতায় ভুগছেন। হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ দেখা দিলে ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দেশি-বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা পরিচালনা করছেন।






































