বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৫ ডিসেম্বর ২০২৫, ২:১১ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান


Jobaida-Rahman

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আজ শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। তাঁর আগমনে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তিনি ইমার্জেন্সি লিফট দিয়ে সিসিইউতে গিয়ে খালেদা জিয়ার পাশে সময় কাটান। এ সময় বিএনপির সিনিয়র নেতারাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

জুবাইদা রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান। শাশুড়ির চিকিৎসাজনিত কারণে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে তিনি এসেছেন।

বিএনপি জানিয়েছে, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা কিছুটা বিলম্বিত হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার অ্যাম্বুলেন্সটি পৌঁছাতে পারে। চিকিৎসকরা উপযুক্ত মনে করলে খালেদা জিয়া রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

১৩ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। ফুসফুসের সংক্রমণ ও হৃদ্‌যন্ত্রজনিত জটিলতা কিছুটা কমলেও সামগ্রিক অবস্থা সংকটাপন্ন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তৈরি বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।

আজ জুমার পর সারাদেশের মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব উপাসনালয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থনার আহ্বান জানিয়েছে বিএনপি ও অন্তর্বর্তী সরকার।