বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৭ ডিসেম্বর ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
শেয়ার

সংসদ নির্বাচনে ভোটের সময় ১ ঘণ্টা বাড়ালো ইসি


Vote card

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই তথ্য জানিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুসারে ভোটগ্রহণ হবে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।

রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পর্যালোচনা সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব কথা বলেন।

এ সময় তিনি আরও জানান, তফসিল ঘোষণার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এ বিষয়ে সোমবার বিটিভিকে রেকর্ডিংয়ের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে।