বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৭ ডিসেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
শেয়ার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক


abdul-hamid

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুসন্ধানের তালিকায় আবদুল হামিদের তিন সন্তান—সাবেক এমপি রেজওয়ান আহম্মেদ তৌফিক, রাসেল আহমেদ তুহিন এবং রিয়াদ আহমেদ তুষারও অন্তর্ভুক্ত।

দুদক সূত্র জানায়, গত ১৮ নভেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিচালক মামুনুর রশিদ চৌধুরীকে। তার সঙ্গে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এবং উপসহকারী পরিচালক রোমান উদ্দিনকে নিয়ে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত আরাম-আয়েশের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধন প্রকল্প বাস্তবায়নের নামে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় ২৪ কোটি টাকার ক্ষতি করা হয়েছে।

রাজধানীর নিকুঞ্জের লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা বাড়িতে ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব শেষে পরিবারের সদস্যদের নিয়ে ওঠেন আবদুল হামিদ। অভিযোগ রয়েছে, ওই বাড়ির সামনে ও আশপাশের এলাকায় হাঁটার পথ, ঝুলন্ত ব্রিজ, নান্দনিক ডেক এবং খালসংলগ্ন আধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের নামে সরকারি অর্থ ব্যয় করা হয়েছে, যা ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহৃত হয়েছে বলে দুদকের প্রাথমিক ধারণা।

এ বিষয়ে তদন্ত দল শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও নথিপত্র সংগ্রহ শুরু করবে বলে জানা গেছে।