Search
Close this search box.
Search
Close this search box.

টেলিভিশনের জন্য হাহাকার

অনলাইন প্রতিবেদকঃ আগামী শনিবার বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে টেলিভিশন। কোন বড় চলচ্চিত্র উৎসবের সমাপনী চলচ্চিত্রের মর্যাদা পাওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্রটি দেখতে পারবেননা বাংলাদেশী দর্শকরা। ফলে বাংলাদেশি দর্শকদের অনেকেই হতাশা প্রকাশ করেন। কোরিয়াতে বাংলাদেশের এত বড় অর্জন অথচ টিকেটের অভাবে সেই অর্জনের উৎসবে যেতে পারছেন না।কোরিয়ার বুসান শহরে ৪অক্টোবরে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবে মুক্তির আগেই বিখ্যাত হয়ে যাওয়া বাংলাদেশী এই চলচ্চিত্র দেখানো হবে সমাপনী দিনে। গত ২৪সেপ্টেম্বর অনলাইনে টিকেট বিক্রি শুরুর ৩মিনিট ৩১ সেকেন্ডেই শেষ হয়ে যায় টেলিভিশনের টিকেট। ফলে টেলিভিশন দেখতে আগ্রহী অনেক কোরিয়ান এবং বাংলাদেশি দর্শকরা কর্তৃপক্ষকে ফোনে, ইমেইলে এবং ফেসবুক পেইজে টিকেটের ব্যাপারে জানতে চান। কর্তৃপক্ষ কোন আশার বাণী শোনাতে পারেননি।

chardike-ad

উল্লেখ্য এবারের উত্সবে ৭৫টি দেশের মোট ৩০৪টি ছবি প্রদর্শিত হবে। ইতিমধ্যে টেলিভিশনের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্য শিল্পীরা কোরিয়ায় চলে এসেছেন। ‘টেলিভিশন’ ছবির কাহিনি যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। টেলিভিশনে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, রুমী, শামীম শাহেদ, মুকিত মজুমদারসহ অনেকে।