বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ ডিসেম্বর ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
শেয়ার

ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি


Tangail-Sharee

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হ্যান্ডলুম শিল্প- ‘টাঙ্গাইল শাড়ি’- এ বছর ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত হয়েছে। রঙিন সিল্ক ও কটনের সুতা দিয়ে হাতে বোনা এই শাড়ি বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক, যা দেশের পাশাপাশি ভারত উপমহাদেশজুড়ে উৎসব ও বিয়েতে ব্যাপক জনপ্রিয়।

টাঙ্গাইল শাড়ির নকশা ও মোটিফে স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির অনুপ্রবেশ স্পষ্ট। পুরুষ তাঁতিরা সুতা রাঙানো, বোনা ও নকশার কাজ করেন; নারীরা তাঁতের চাকা ঘুরিয়ে সুতা প্রস্তুতে সহায়তা দেন।

শত শত তাঁতি পরিবারের জীবিকার উৎস এই শিল্প এখন চ্যালেঞ্জে পড়েছে—কাঁচামালের দাম বৃদ্ধি ও সস্তা, মেশিনে তৈরি শাড়ির প্রতিযোগিতায় আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। তাঁতিরা আশা করছেন, ইউনেসকোর সম্ভাব্য স্বীকৃতি তাদের দীর্ঘদিনের ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন সম্ভাবনা তৈরি করবে।