বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শেয়ার

পুলিশকে সতর্ক থাকার নির্দেশ


Bangladesh Police

ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ডিএমপি পুলিশদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার।

সোমবার (৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সমন্বয় সভায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। মো. সরওয়ার বলেন, রাষ্ট্রীয় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে জনবল মোতায়েনে কোনো বিলম্ব চলবে না এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় রাখতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া সংবাদ রোধে সতর্ক থাকতে হবে। এছাড়া সবাইকে নিজ নিজ পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ প্রেজেন্টেশনের মাধ্যমে আসন্ন দুই দিবসের নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।