
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এখনো হাতে নেই; বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।
তিনি আরও জানান, অভিযুক্তের দেশত্যাগের তথ্যও নিশ্চিত নয়। অনেক সময় অপরাধীদের বিষয়ে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি হয়- এ কারণেও যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কি না- এমন প্রশ্নে অতিরিক্ত আইজিপি বলেন, এখন পর্যন্ত এ ধরনের প্রমাণ মেলেনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে প্রাথমিক ধারণা মিলেছে। ব্যক্তিগত কোনো বিরোধের লক্ষণ পাওয়া যায়নি। তিনি বলেন, ঘটনার শুরু থেকেই সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।






































