রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২১ ডিসেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ন
শেয়ার

ভারত সফরে মেসি একাই পেয়েছেন ৮৯ কোটি রুপি!


Messi

ভারতজুড়ে বাণিজ্যিক সফর শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে তাঁর উপস্থিতি ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা এখন আদালত ও তদন্তে গড়িয়েছে। ভারতের বিশেষ তদন্ত দল (এসআইটি)-এর জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই সফরের জন্য মেসি একাই পেয়েছেন ৮৯ কোটি রুপি। মোট খরচ হয় প্রায় ১০০ কোটি রুপি।

প্রধান আয়োজক শতদ্রু দত্তের জবানবন্দিতে জানা যায়, স্পনসর ও টিকিট বিক্রি থেকে এসেছে বড় অঙ্কের অর্থ, আর সরকারকে কর দেওয়া হয়েছে ১১ কোটি রুপি। তদন্তে শতদ্রুর একটি অ্যাকাউন্টে ২০ কোটির বেশি অর্থ পাওয়া গেছে।

১৩ ডিসেম্বর সল্টলেকে মেসিকে দেখতে না পেরে ক্ষুব্ধ দর্শকদের ভাঙচুর-অরাজকতায় স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয়। ওই ঘটনায় শতদ্রু দত্ত গ্রেপ্তার হন এবং গঠিত হয় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। অভিযোগ উঠেছে, প্রভাবশালী ব্যক্তির চাপেই নির্ধারিত পাস বেড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও সমালোচনার মুখে পদত্যাগ করেছেন।

সফর জুড়ে আলোচনায় ছিল মেসির জনপ্রিয়তা, তবে কলকাতার বিশৃঙ্খলা ও আর্থিক জটিলতাই এখন মূল কেন্দ্রবিন্দু।

সূত্র: পিটিআই