
যুবাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান
দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করেছে পাকিস্তান। সামির মিনহাসের বিধ্বংসী ১৭১ রানের ওপর ভর করে পাকিস্তান প্রথমে ৩৪৭ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। জবাবে ভারতীয় দল মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে গেলে ১৯২ রানের বিশাল জয় পায় পাকিস্তান।
পাকিস্তানের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৪৯ রানেই ৩ উইকেট হারানোর পর ১০০ রান ছোঁয়ার আগেই তাদের ৭ ব্যাটার সাজঘরে ফেরেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন দীপেশ দেভেন্দ্রান এবং ওপেনার বৈভব সূর্যবংশি করেন ২৬ রান। ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে ৪টি উইকেট নেন আলী রাজা। এ ছাড়া সায়েম, সুবহান ও হুজাইফা প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে সামির মিনহাস ৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ১৭১ রানে থামেন। তার এই ঝড়ো ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান আসে আহমেদ হুসাইনের ব্যাট থেকে। টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা সামির এর আগে মালয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ১৭৭ রান করেছিলেন। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ব্যর্থ হলেও ফাইনালে তার এই রেকর্ড গড়া ইনিংসই ম্যাচের ভাগ্য বদলে দেয়।
ভারতের বোলারদের মধ্যে দীপেশ দেভেন্দ্রান ৩টি এবং হেনিল ও খিলান প্যাটেল ২টি করে উইকেট নেন। তবে বিশাল লক্ষ্য তাড়ায় ব্যর্থ হয়ে রান পাহাড়ের নিচেই চাপা পড়ে ভারতের শিরোপা স্বপ্ন।










































