বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১১ নভেম্বর ২০১৪, ১১:৫১ পূর্বাহ্ন
শেয়ার

২ বছর পর চীন-জাপান শীর্ষ বৈঠক


china-and-japanদুই বছর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শীর্ষ বৈঠকে মিলিত হল চিরবৈরি জাপান এবং চীন।

এক খবরে দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে সাক্ষাৎ করেন।

এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে অংশ নিতে জাপানি প্রধানমন্ত্রী বর্তমানে চীনে অবস্থান করছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

গার্ডিয়ান জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে জাপানি প্রধানমন্ত্রী গ্রেট হলে পৌঁছালে জিনপিং তাকে স্বাগত জানান।

দুজন কর্মরদন করেন। তবে এ সময় তাদের মুখাবয়বে বৈরিতার ছাপ স্পষ্ট ফুটে উঠছিল।

পরে জাপানি প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান, তিনি চীনা প্রেসিডেন্টকে সংঘর্ষ এড়িয়ে বিবাদমান সমস্যার সমাধানে হট লাইন স্থাপনের আহ্বান জানিয়েছেন।

বৈঠকের ব্যাপারে চীনের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পূর্ব চীন সাগরে অবস্থিত একটি দ্বীপের মালিকানা নিয়ে উভয় দেশের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এছাড়াও রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দুদেশের অবস্থান পরস্পরের বিপরীত।