Search
Close this search box.
Search
Close this search box.

রাজধানীতে ৩১ অবৈধ বিদেশি আটক

illegal_forianরাজধানীতে অবৈধ বসবাসের অভিযোগে ৩১ বিদেশি নাগরিককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর গুলশান ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

chardike-ad

শুক্রবার সকালে রাজধানীর মিন্টোরোডের ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রামপুরা, গুলশান, উত্তরার মোট ১৪৭টি বাড়িতে অভিযান চালিয়ে এই ৩১ বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে রামপুরা বনশ্রী থেকে ১১ জনকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন গাম্বিয়া, একজন সেনেগাল, দুইজন উগান্ডা এবং পাঁচজন নাইজেরিয়ান।

একইভাবে ডিবি পুলিশ গুলশান এলাকা থেকে চার বিদেশিকে আটক করে। এর মধ্যে তিনজন উগান্ডা ও একজন কেনিয়ার।

উত্তরা থেকে দুই নারীসহ আটক করা হয় ১৬ বিদেশিকে। এর মধ্যে নাইজিরিয়ান সাতজন, ক্যামেরুনের চারজন, আইভোরিকোস্ট দুই, টোগো এক, মালির এক ও মোজাম্বিকের এক নাগরিক রয়েছে।