Search
Close this search box.
Search
Close this search box.

ক্ষুদ্রতম-বৃহত্তম’র সাক্ষাৎ!

বৃহস্পতিবার ছিল গিনেস বিশ্বরেকর্ড দিবস। দিনটি উদযাপনে মিলিত হয়েছিলেন পৃথিবীর সবচেয়ে লম্বা ও সবচেয়ে খুদে মানুষটি। ৮ ফুট ২.৮ ইঞ্চি উচ্চতার তুর্কি নাগরিক সুলতান কোসেন হাত মেলালেন ১ ফুট ৯.৬ ইঞ্চি উচ্চতার নেপালি চন্দ্র বাহাদুর দঙ্গির সাথে।

 সাক্ষাৎ পর্ব শেষে এএফপিকে দেয়া এক প্রতিক্রিয়ায় সুলতান কোসেন বলেন, “তাঁর উচ্চতা নিয়ে খুব কৌতূহলে ছিলাম। আরও সুনির্দিষ্ট করে বললে আমি কল্পনা করতে চাইছিলাম সে আমার পায়ের ঠিক কতোটুকু। দেখা হওয়ার পর বুঝলাম সে আসলেই অনেক ছোট।”

chardike-ad

 

 

সাক্ষাতে দু’জনে শারীরিক বৈচিত্র্যের ভালোমন্দ অভিজ্ঞতাও ভাগাভাগি করেছেন। সে আলাপচারিতায় সুলতানের মনে হয়েছে তাঁরা উভয়েই এক জীবনে অনেকটা একইরকম প্রতিকূলতার মধ্য দিয়ে এগোচ্ছেন।

 ব্যক্তি হিসেবে কেমন লেগেছে চন্দ্রকে? সুলতান বলছেন, “তাঁর চোখের দিকে তাকালেই বোঝা যায় সে খুব ভালো মানুষ।”

আর চন্দ্র’র অভিজ্ঞতা? “পৃথিবীতে আমার চূড়ান্ত বৈপরীত্যকে দেখতে বেশ আগ্রহী ছিলাম। দেখা হয়ে অনেক ভালো লাগলো।”