Search
Close this search box.
Search
Close this search box.

আবুধাবি সংলাপে গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

mosarrofপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী পর্যায়ের ‘তৃতীয় আবুধাবি সংলাপে’ যোগদানের জন্য আজ কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

chardike-ad

এতে বলা হয়, মন্ত্রী ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হচ্ছেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার শওকত হোসেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার ও মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ ইবরাহিম।

‘আবুধাবি সংলাপ’ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মী গ্রহণকারী ও প্রেরণকারী দেশসমূহের আন্তঃদেশীয় ফোরাম।

আগামী ২৬ ও ২৭ নভেম্বর কুয়েত সিটিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে পৃথিবীর ১৬টি দেশের কর্মী গ্রহণ ও প্রেরণকারী দেশসমূহের শ্রম মন্ত্রী ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণ করার কথা রয়েছে।

ওই ফোরামের ২ দিনের বিভিন্ন বৈঠকে কর্মীদের অধিকার, কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং গ্রহণকারী ও প্রেরণকারী দেশসমূহের সম্ভাব্য করণীয বিষয় নিয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারী দেশসমূহের শ্রম মন্ত্রীদের সাথে মতবিনিময় করবেন। তিনি আগামী ২৯ নভেম্বর দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।