Search
Close this search box.
Search
Close this search box.

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা সাড়ে ১৯ লাখ

jobবর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার।

রোববার বিকেলে দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

chardike-ad

বীরেন শিকদার বলেন, ‘লেবার ফোর্স সার্ভে-২০১০ ও পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে বর্তমানে দেশে শিক্ষিত যুবকের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার। এর মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার। এ থেকে প্রতিবছর প্রায় ২২ লাখ যুবক ও যুবমহিলা শ্রমবাজারে প্রবেশ করে।’

এ সময় বেকার সমস্যা সমাধানের লক্ষে মন্ত্রণালয়ের পক্ষে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন যুব ও ক্রীড়ামন্ত্রী।