বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১১ ডিসেম্বর ২০১৪, ১:০৭ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে জামায়াতের মিছিলে পুলিশের হামলা, আহত ৭


alig_jamatরাজধানীর নয়াবাজার এলাকায় জামায়াতের মিছিলে পুলিশের হামলা ও ৩ নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে জামায়াত।

আটকৃতদের মধ্যে হাসান আল মাহমুদ নামে একজনের নাম জানা গেছে।

জামায়াতের এক নেতা বলেন, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফুলবাড়িয়া থেকে মিছিল নিয়ে নয়াবাজার যাওয়ার পথে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায়।

পুলিশের হামলায় গিয়াস উদ্দিন, সিফাতুল্লাহ, দেলোয়ার হোসেন, আব্দুল মাবুদ, আরিফ বিল্লাহ, লিয়াকত হোসেন ও বাবু নামে তাদের ৭ নেতাকর্মী আহত হয়েছে বলে জানান ওই জামায়াত নেতা।

তবে এ বিষয়ে বংশাল এবং ওয়ারী থানায় যোগাযোগ করে হামলা এবং আটকের কথা জানতে চাইলে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ তা অস্বীকার করেন।