Search
Close this search box.
Search
Close this search box.

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১

indonesia-landslide

হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় শনিবার ভয়াবহ ভূমিধস হয়েছে। পাহাড়ি মাটি আবাসিক এলাকার ওপর ধসে পড়লে ১১ জন নিহত হয়। নিখোঁজ হয় ১০০ জনেরও বেশি।

chardike-ad

প্রচুর বৃষ্টিপাতের কারণে মধ্য জাভার জেমব্ল্যাং গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া। তবে ভারি বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্গত এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
জেমব্ল্যাং গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রয়োজনীয় উদ্ধারসামগ্রী না থাকায় উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। হাত দিয়ে মাটি খুঁড়তে দেখা গেছে উদ্ধারকর্মীদের। ফলে মাটির নিচে চাপা পড়া ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাটিধসে ক্ষতিগ্রস্ত ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন উদ্ধারকর্মীরা। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা আরো জনান, সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।