sentbe-top

জনপ্রিয়তা বাড়ছে টুইটারের

twitterটুইটারের কারণে জনপ্রিয়তা কমে আসছে সোশ্যল মিডিয়া জায়ান্ট ফেসবুকের।

মঙ্গলবার এক খবরে বিবিসি জানিয়েছে, গবেষণা সংস্থা ফ্রান্ক এন মাজিদ অ্যাসোসিয়েটস ইনং’র জরিপে এমন তথ্য বেরিয়ে এসেছে।

জরিপে দেখা গেছে, ২০১৩ সালে তরুণদের মাঝে ফেসবুকের জনপ্রিয়তা ছিল ৯৪ শতাংশ, যা ২০১৪ তে ৮৮ শতাংশে নেমে গেছে।

অন্যদিকে ২০১৪ সালে জনপ্রিয়তা বেড়েছে টুইটারের ।

টুইটার ছাড়াও তরুণদের মাঝে জনপ্রিয়তার দিক থেকে সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম যেমন ইনস্টাগ্রাম, মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবং অ্যাপলের মেসেজিং অপশনের গুরুত্ব বেড়েছে।

sentbe-top