Search
Close this search box.
Search
Close this search box.

রাজাকারদের সঙ্গে বিয়ে নয় : সমাজকল্যাণমন্ত্রী

mohsin

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী রাজাকারদের সঙ্গে বিয়ে না করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদেরকে।

chardike-ad

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেসরকারি সংস্থা পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ আয়োজিত চার দিনব্যাপী ‘জলবায়ু তথ্য মেলা ২০১৪’ ও জলবায়ু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি নিজে সাংবাদিক উল্লেখ করে মিডিয়ার বর্তমান ভূমিকার সমালোচনা করে বলেন, ‘যেখানে আগে খানা-খন্দ ছিল, সেখানে ভবন বানিয়ে ২০ তলায় বসে রাতের বেলা বঙ্গবন্ধু-শেখ হাসিনার সমালোচনা করা হয়। কিন্তু তারা জানে না যে তারা বাংলাদেশে বসে বঙ্গবন্ধুর সমালোচনা করছে! দেশে মুক্তিযুদ্ধ করেছিলাম শেখ মুজিবের ৬ দফা ও ১১ দফা দাবীকে প্রতিষ্ঠিত করতে।’

তিনি আরো বলেন, ‘ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম বিসর্জনের মাধ্যমে অর্জিত এই দেশকে এগিয়ে নিতে অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই বাংলাদেশকে গড়তে এবং ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, ‘বাংলাদেশকে মনে রাখতে হলে বঙ্গবন্ধুকে মনে রাখতে হবে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।’

অনুষ্ঠানে বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি উদয় কৃষ্ণের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার প্রমুখ।

এর আগে মন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় জলবায়ু পরিবর্তন-অভিযোজন সংক্রান্ত ৫০টি স্টল বসানো হয়েছে।