Search
Close this search box.
Search
Close this search box.

‘হিন্দু নারীর ৪ সন্তান লাগবেই’

shakshi-mehraj

ধর্ম রক্ষার্থে একজন হিন্দু নারীর ৪ সন্তান জন্ম দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি সাংসদ সাকশি মহারাজ।

chardike-ad

সম্প্রতি হিন্দু পুরোহিতদের এক সমাবেশে উত্তরপ্রদেশে উন্নাওর এই সাংসদ এমন মন্তব্য করেন।

বুধবার দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সমাবেশে নিজের চার সন্তান তত্ত্বের সমর্থনে তিনি পরোক্ষভাবে ইসলাম ধর্মের চার স্ত্রী ও চল্লিশ ছেলেমেয়ে রাখার প্রসঙ্গ টেনে আনেন।

সাকশি মহারাজ বলেন, ‘চার স্ত্রী রাখা ও চল্লিশ সন্তান জন্মদানের ধারণা ভারতে কোনেভাবেই কাজ করবে না। তবে হিন্দু ধর্মকে রক্ষার জন্য প্রত্যেক হিন্দু নারীর কমপক্ষে চার সন্তান জন্ম দেওয়ার এখনই উপযুক্ত সময়।’

প্রসঙ্গত, চার সন্তান তত্ত্ব নিয়ে সাকশি মহারাজে এই মন্তব্য এটাই প্রথম নয়। এর আগেও তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন।

তবে যারা ধর্মান্তকরণ এবং গরু হত্যার সঙ্গে জড়িত তাদের মৃত্যুদণ্ডের পক্ষে সাফাই গান সাকশি। বিজেপি সরকার এ বিষয়ে একটি আইন পাশ করবে বলেও সমাবেশে বলেন তিনি।