বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩০ জানুয়ারী ২০১৫, ৮:০৭ অপরাহ্ন
শেয়ার

১ বলে ১৪ রান! রুশোর বিশ্বরেকর্ড


14 run

২০১৪ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের একটি ম্যাচে ১ বলে ২০ রান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ট্রাভিস বার্ট।

বছর ঘুরতেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ওপেনার রিলি রুশো। ১ বলে করেছেন ১৪ রান! যা ওয়ানডের ইতিহাসে ১ বলে সর্বোচ্চ রানের রেকর্ড।

সেঞ্চুরিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছিলেন রুশো। ম্যাচের ৩০তম ওভারে বল করছিলেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান এই বোলারের কপাল মন্দ। তার করা বলেই বিশ্বরেকর্ড গড়লেন রুশো।

ওই ওভারের চতুর্থ বলটি ‘নো’ বল ঘোষণা দেন আম্পায়ার। বলটি মাঠের বাইরে পাঠান রুশো। তার মানে অবৈধ বলে ছক্কা। পরের যে বলটা রাসেল করেছিলেন সেটা ওয়াইড।

এরপর রাসেলের বৈধ বলেও ছক্কা হাঁকান রুশো। সব মিলে নো বলে ছক্কা (১+৬=৭)+ ওয়াইড (১)+ বৈধ বলে ছক্কা (৬)= ১৪ রান। সত্যিই অবিশ্বাস্য!