Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি আরবের জনসংখ্যার এক-তৃতীয়াংশ প্রবাসী

saudi

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের জনসংখ্যার তিন ভাগের এক ভাগই প্রবাসী। স্থানীয় অধিবাসীর সংখ্যা দুই তৃতীয়াংশ বা ৬৭ শতাংশ। দেশটির তথ্য ও পরিসংখ্যান অধিদপ্তরের (সিডিএসআই) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর আরব নিউজের।

chardike-ad

প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে সৌদি আরবের জনসংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮ লাখ। যা আগের বছরের চেয়ে ২ দশমিক ৬ শতাংশ বেশি।

সৌদি আরবের সংবাদপত্র আল-এখতেসাদিয়ার অর্থনীতি প্রতিবেদনের বলা হয়, দেশটির মোট জনসংখ্যার ১ কোটি ১ লাখ বা ৩৩ শতাংশ প্রবাসী।

২০১২ সালে দেশটির জনসংখ্যা ২ শতাংশ ৭ শতাংশ হারে বাড়ে। ২০১৩ সালের শুরুতে জনসংখ্যা দাঁড়ায় ২ কোটি ৯২ লাখ। এর মধ্যে ২ কোটি ৩ লাখ ছিল সৌদি বংশধর এবং ৯৭ লাখ বহিরাগত।

উল্লেখ, সৌদি আরবে প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশী বাস করে। যা দেশটিতে বসবাসরত মোট প্রবাসী বা বিদেশীর ৪০ শতাংশ প্রায়।

সিডিএসআই বলছে, ২০১৪ সালে দেশের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ছিল ২ দশমিক ৮২ ট্রিলিয়ন সৌদি রিয়াল। দেশটির মাথাপিছু জিডিপি ৯১ হাজার ৭০০ সৌদি রিয়াল। গত ১১ বছরে মাথাপিছু জিডিপি ৯ শতাংশ বা ৪ হাজার ৯০০ রিয়াল করে বেড়েছে।

দেশটিতে মাথাপিছু জিডিপি সর্বোচ্চ ২৩ শতাংশ বেড়েছে ২০০৪ সালে।ওই বছরের শুরুতে মাথাপিছু জিডিপির পরিমাণ ছিল ৪৩ হাজার রিয়াল। বছর শেষে তা বেড়ে দাঁড়ায় ৫২ হাজার ৮০০ রিয়াল।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে বিশ্বব্যাপী আর্থিক সংকটের ফলে দেশটির মাথাপিছু জিডিপি ১৯ শতাংশ কমে যায়। এটি ৮৭ হাজার ৬০০ রিয়াল থেকে নেমে আসে ৬৩ হাজার ৪০০ রিয়ালে।

দেশটির সংবাদমাধ্যম আল-এখতেসাদিয়ার প্রতিবেদনে বলা হয়, গত ৯ বছরের বার্ষিক গড় প্রবৃদ্ধির ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে দেশটির জনসংখ্যা ৩ কোটি ৭২ লাখে দাঁড়াবে।