বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২ ফেব্রুয়ারী ২০১৫, ৮:২০ অপরাহ্ন
শেয়ার

আবারও শীর্ষে সাকিব


Sakib-Al-Hasan

সাকিব আল হাসান

দারূণ এক সুসংবাদ নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান। আবারও আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিন ফরম্যাট ক্রিকেটেই শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টিতে আগ থেকেই শীর্ষে থাকলেও গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের কাছে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারাতে হয়েছিল সাকিবকে। নিজে না খেললেও ম্যাথিউসের বাজে পারফরমেন্স আবার সাকিবকে সেই সিংহাসনে বসিয়ে দিল।

সোমবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩। নিউজিল্যান্ডের বিপে সাত ম্যাচ সিরিজে অনুজ্জ্বল পারফরমেন্সের কারণে শীর্ষস্থান হারানো অ্যাঞ্জেলো ম্যাথিউসের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯৩। ৩৮৯ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।