বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৮ ফেব্রুয়ারী ২০১৫, ৯:১৯ পূর্বাহ্ন
শেয়ার

ইশান্ত শর্মার বিশ্বকাপ শেষ


ishant-sharma

আশঙ্কাটাই এবার সত্যি হলো। হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ভারতের পেসার ইশান্ত শর্মা। বিশ্বকাপে ইশান্তের বদলি হিসেবে খেলার কথা আরেক পেসার মোহিত শর্মার। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গেই আছেন মোহিত।

ভারতের জন্য সুখবর বলতে, ব্যাটসম্যান রোহিত শর্মা ও পেসার ভুবনেশ্বর কুমারের ইনজুরি শঙ্কা কেটে গেছে।

ইশান্ত সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে। এরপর আর ভারতীয় দলে খেলা হয়নি তার।

ত্রিদেশীয় সিরিজে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে থাকলেও ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। আর পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে হাঁটুর ইনজুরিতে পড়েন এই ইশান্ত।

এই ইনজুরিই শেষ পর্যন্ত তার বিশ্বকাপ শেষ করে দিল। আগামী এক মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটেও ফিরতে পারবেন না তিনি। শিগগির ভারতে ফিরে আসার কথা রয়েছে তার।

তথ্যসূত্র : ক্রিকইনফো