Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বকাপের পর্দা উঠছে আজ

world-cup-trophyজমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আইসিসি ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসসের পর্দা উঠছে আজ। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে জমকালো এই অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে।

২৩ বছর পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে বসছে বিশ্বকাপ আসর। এবার তাসমান সাগরের দুই পাড়ের দেশে একাদশতম বিশ্বকাপে লড়বে মোট ১৪ দল। ১৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড ও শ্রীলংকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেট মহাযজ্ঞের। একই দিন মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। মাঠের এ লড়াই শুরুর দুই দিন আগে আজ নাচে-গানে বিশ্ববাসীকে স্বাগত জানাবে দেশ দুটি।

chardike-ad

ক্রাইস্টচার্চের নর্থ হ্যাগলি পার্কে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানের নিউজিল্যান্ড পর্ব। অনুষ্ঠান রাঙাবেন নিউজিল্যান্ডের ক্রিকেট গ্রেট রিচার্ড হ্যাডলি, স্টিফেন ফ্লেমিং ও বর্তমান দলটির অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতেই থাকবে ‘কাম অ্যান্ড প্লে ইন মাই ব্যাকইয়ার্ড’। এতে বাড়ির উঠোনে ক্রিকেট খেলার কিউই ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে। তবে মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। এতে পারফর্ম করবেন নিউজিল্যান্ডের সাংস্কৃতিক জগতের সেরা ব্যক্তিত্বরা।

মেলবোর্নে উদ্বোধনী অনুষ্ঠান হবে সিডনি মাইয়ার মিউজিক বোল মাঠে। অস্ট্রেলিয়া পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। বিশ্বখ্যাত গায়ক-গায়িকাদের গানের সঙ্গে থাকবে অস্ট্রেলিয়ার ইতিহাস-ঐতিহ্যের নানা প্রদর্শনী। সবশেষে আতশবাজির মাধ্যমে বর্ণিল আলোর খেলা। অনুষ্ঠানটি বিশ্বকে তাক লাগিয়ে দিতে তৈরি।

মেলবোর্নে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে কোনো টাকা লাগবে না। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিতরণ করা হয়েছে। ক্রাইস্টচার্চেও উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ রয়েছে বিনা খরচে। বাংলাদেশের দর্শকরা এ অনুষ্ঠান দেখতে পাবেন স্টার স্পোর্টসে।