Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বকাপের ১ম শতক ফিঞ্চের

Aaron-Finchচলতি বিশ্বকাপের ১ম শতকটি এসেছে স্বাগতিক অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। ১০২ বলে ১০২ রান করেন তিনি। অবশেষে ১২৮ বল খেলে ১৩৫ রানে আউট হন এই ব্যাটসম্যান।

আজ শনিবার ম্যালবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ২য় ম্যাচে টসে জিতে অসিদের ব্যাটে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক মর্গান।

chardike-ad

ব্যাটিংয়ের শুভ সূচনা করেন ২ অসি উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে ৫৭ রান করেন এই ২ ব্যাটসম্যান। ৮ম ওভারে স্ট্রুয়েট ব্রডের বলে ওয়ার্নার (২২) এবং শেন ওয়াটসন আউট হলে স্মিথের সঙ্গে মাত্র ১৩ রানের জুটি গড়েন ফিঞ্চ। ১১তম ওভারে প্যাভিলিয়নে ফেরেন স্মিথ (৫)।

এরপর অসি অধিনায়ক বেইলির সঙ্গে ১৪৬ রানের জুটি গড়েন ফিঞ্চ।

৩৬.৩ ওভারে রান নিতে গিয়ে আউট হন ফিঞ্চ। ১০৫ দশমিক ৪৬ স্ট্রাইকরেটে ব্যাট করতে গিয়ে ১২টি চার এবং ৩টি ছক্কা হাঁকান তিনি।