Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বকাপের ১ম হ্যাট্রিক স্টিভেন ফিনের

Steven-Finnঅস্ট্রেলিয়া-ইংল্যান্ড বিশ্বকাপের ১ম দিনেই দেখা গেল রানের বন্যা। বেশ কয়েকটি অর্ধশতকের পাশাপাশি আসল শতক। তবে রানের মেলায় কিছুটা আনন্দে থাকছেন বোলাররাও। চলতি বিশ্বকাপের ১ম হ্যাট্রিকও আসল ১ম দিনেই।

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ২য় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুর্লভ রেকর্ডের তালিকায় নাম লেখালেন ইংলিশ বোলার স্টিভেন ফিন।

chardike-ad

অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের শেষ ওভারে স্টিভেন ফিনকে বোলিংয়ের দায়িত্ব দেন ইংল্যান্ডের অধিনায়ক মর্গান। এর আগে ৯ ওভারে ৬৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ওই ফাস্ট বোলার। শেষ ওভারের প্রথম ৩ বলে দিয়েছেন ৮ রান। আর রাখলেন অধিনায়কের ভরসা। শেষ ৩ বলে নিলেন ৩ উইকেট।

ক্রিজে দূর্দান্ত ব্যাট করা ব্রেড হ্যাডিন, ম্যাক্সওয়েলকে ফেরালেন ফিন। এরপর মিশেল জনসনকেও আউট করেন এই ফাস্ট বোলার।

৪৯.৪ ওভারে ব্রেড হ্যাডিনকে আউট করেন ফিন। ফিনের বলে হ্যাডিনের ক্যাচটি ধরেন স্ট্রুয়েট ব্রড। পরের বলেই জিও রুটের হাতে ধরা পড়েন ম্যাক্সওয়েল (৬৬)। ইনিংসের শেষ বলে অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিশেল জনসন (০)।

বিশ্বকাপের ১১তম আসরের আয়োজন হলেও ক্রিকেটের মহাযজ্ঞের ৮ম হ্যাট্রিক এটি। বিশ্বকাপের ১ম হ্যাট্রিক আসে ১৯৮৭ সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই দূর্লভ রেকর্ড গড়েন ভারতের বোলার চেতন শর্মা।

১২ বছর অপেক্ষার পর বিশ্বকাপের আসরে আবারও দেখা গেল হ্যাট্রিক। সেবার এই তালিকায় নিজের নাম লেখালেন পাকিস্তানের সাকলাইন মোস্তাক। জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

২০০৩ সালের বিশ্বকাপে হ্যাট্রিক ছিল ২টি। সে আসরের ১ম হ্যাট্রিক করেন চামিন্দা ভাস। বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন ওই শ্রীলঙ্কান বোলার। ওই আসরে কেনিয়ার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি।

২০০৭ সালের বিশ্বকাপে একমাত্র হ্যাট্রিক করেছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

এরপ ২০১১ সালের বিশ্বকাপে ২টি হ্যাট্রিক এসেছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে আসরের ১ম হ্যাট্রিক করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ।

২য় হ্যাট্রিকের মালিক শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। কেনিয়ার বিপক্ষে ওই হ্যাট্রিক করেন তিনি। বিশ্বকাপে ২টি হ্যাটিকের রেকর্ড রয়েছে এই শ্রীলঙ্কান বোলারের অধীনে।

সূত্র: ক্রিকইনফো