Search
Close this search box.
Search
Close this search box.

রবিবার সিউলে ভাষা র‍্যালী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৫ উপলক্ষে আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর বারোটায় সিউলে ভাষা র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে)।  বাংলা, ইংরেজি এবং কোরিয়ান তিন ভাষায় লিখিত বিশাল ব্যানার এবং নানা রঙয়ের অক্ষর নিয়ে র‍্যালীটি হবে সিউলের নোওউন সিটি হলের সামনে। কোরিয়ার সকল প্রবাসীকে র‍্যালীতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে বিসিকে। র‍্যালীর পর ভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, ভাষা শহীদদের জন্য দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন পর্বে ৪ ঘন্টাব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে বিসিকে।

বিসিকে কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উৎযাপন কমিটির সভাপতি এম জামান সজল জানান বলেন ‘কোরিয়াতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কোরিয়ানরা খুব বেশি জানে না। আমাদের এবারের লক্ষ্য মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে জানানো। এছাড়া এবার আমরা একটু অস্থায়ী শহীদ মিনার তৈরী করেছি। ভবিষ্যতে কোরিয়াতে একটি শহীদ মিনারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিকে’।

chardike-ad

10960177_10202565404336053_2047266115828653140_o