Search
Close this search box.
Search
Close this search box.

শাহবাগ আন্দোলনের অংশীদার হল দক্ষিণ কোরিয়া প্রবাসী বাঙ্গালিরা

মোঃ ইকবাল মাহমুদ, সিউল,  ১৩ ফেব্রুয়ারী, ২০১৩ ঃ
হেওউয়াতে বিশ্বকবির ভাস্কর্যের সামনে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমবেত বাঙ্গালিরা

গত রবিবার দক্ষিন কোরিয়া প্রবাসী সকল পেশার বাঙ্গালিরা ঘৃণিত যুদ্ধাপরাধী কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ গণজাগরণ এর প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন জানায় এবং চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। সিউলের হেওউয়া নামক স্থানে স্থানীয় সময় বিকাল ৩ টায় বিশ্বকবির ভাস্কর্যের সামনে প্রায় ৬০ জন বাঙালি প্রবল শীতকে উপেক্ষা করে ঘন্টাব্যাপী ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে চলমান আন্দোলনে সম্পৃক্ত জনতাকে অভিনন্দন জানায়। সেই সাথে কোরিয়ান জনগণকেও কোরিয়ান ভাষায় বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করে লিফলেট প্রদান করা হয়।

এরপর ইথেওন এ বাংলাদেশ দূতাবাসের সামনে সকলে সমবেত হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, স্লোগান ও বক্তব্য প্রদান করেন। দিনটি ছুটির দিন থাকায় পরবর্তীতে যে কোন দিন উপস্থিত সকলের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে তাদের দাবির বাস্তবায়ন পৌঁছে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

chardike-ad